হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ (২৩ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৮৬ রান করেছে হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। আগের সর্বোচ্চ রান ছিল ২৮৮ রান। সেই রেকর্ডটিও হায়দরাবাদেরই দখলে। আইপিএলের গত মৌসুমে সেটি করেছিল দলটি।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। প্রথম ৩ ওভারে দুজনের ব্যাট থেকে আসে ৪৫ রান। চতুর্থ ওভারের প্রথম বলে মহেশ থিকশানার শিকার হয়ে অভিষেক ফিরলে ভাঙে এই জুটি। ১১ বলে ২৪ রান করেন অভিষেক।
অভিষেকের বিদায়ে অবশ্য রানের স্রোত থামাতে পারেনি রাজস্থান রয়্যালস। ইশান কিষানকে নিয়ে ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান হেড। পাওয়ারপ্লে থেকে ৯৪ রান তোলে হায়দরাবাদ।
আরও পড়ুন: হুইলচেয়ারে বসে থাকলেও চেন্নাই আমাকে ছাড়বে না, অবসরের প্রসঙ্গে ধোনি
৩১ বলে ৬৭ রান করে দলীয় ১৩০ রানে আউট হন হেড। তবে তাতেও রান থামেনি। তৃতীয় উইকেটে নিতিশ কুমার রেড্ডী এবং ইশান কিষাণ গড়েন ৭২ রানের জুটি। ২০০ পেরোনোর পর থিকশানার শিকার হয়ে ফেরেন রেড্ডী।
শেষদিকে হেনরিখ ক্লাসেন নেমে যোগ করেন ১৪ বলে ৩৪। আর অনিকেত ভার্মার ব্যাটে আসে ৭ রান।
এক প্রান্তে নিয়মিত উইকেট পতন ঘটলেও অন্য প্রান্তে বিধ্বংসী ব্যাটিং করে শেষ পর্যন্ত দলকে টেনে নিয়েছেন ইশান। মারকুটে ব্যাটিংয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরিও। ৪৭ বলে ৬ ছক্কা ও ১১ চারে ১০৬ রানে অপরাজিত থাকেন ইশান। আর তাতে ২৮৬ রানে থামে হায়দরাবাদ।