ইলেকট্রিশিয়ান ইলিয়াস হত্যা মামলায় সাবেক এমপি সরওয়ার জাহান কারাগারে

২ সপ্তাহ আগে
একাদশ জাতীয় সংসদের কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ইলেকট্রিশিয়ান ইলিয়াস হোসেন নামে এক ইলেকট্রিশিয়ানকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।


পুলিশ বুধবার (১৮ জুন) তাকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


মঙ্গলবার মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেফতার ‎


মামলার অভিযোগ থেকে জানা গেছে, মামলার ভিকটিম ইলিয়াস হোসেন একজন ইলেকট্রিশিয়ান। দেশব্যাপী কোটা আন্দোলনের সময় মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে ছাত্র জনতার আন্দোলন চলছিল। গত বছরের ৪ আগস্ট এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য আসামিরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। ঘটনাস্থলে ভিকটিম ইলিয়াস হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে স্থানীয়রা নিউরো সাইন্স মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন এবং হাসপাতালের আইসিউতে ভর্তি করানো হয়। মাথায় গুলিবিদ্ধ থাকায় আইসিউতে অবজারবেশনে থাকাবস্থায় গত ৯ আগস্ট ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর ভিকটিমের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন