বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম, তাতে সফলতা এসেছিল। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন ব্যবহার করবে।’
তিনি আরও বলেন, ‘ইলিশ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এ বছর আমরা আরও বেশি সতর্ক থাকব। আশা করছি, এবার কিছুটা হলেও বেশি ইলিশ রক্ষা করতে পারব।’
আরও পড়ুন: দুর্গাপূজার মধ্যেও ভারতে গেল ২ ট্রাক ইলিশ
এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ডের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।
প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা আসছে। আগামী ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
]]>