ইরানের হামলা: মিশর ও কুয়েত এয়ারলাইন্সের বিমান চলাচল বন্ধ

২ সপ্তাহ আগে
কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ওই অঞ্চলের বেশ কিছু দেশের বিমান সংস্থাগুলো সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

মিশর এয়ার ও কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত ওই অঞ্চল দিয়ে তাদের কোনো বিমান চলাচল করবে না। খবর বিবিসি’র।

 

এর আগে কাতার, বাহরাইন ও ইরাক তাদের দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়। 

 

আরও পড়ুন: মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার পর কী বললো কাতার

 

এদিকে বাংলাদেশ থেকে কাতারের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ঢাকা থেকে দোহাগামী একটি ফ্লাইটও মাঝ-আকাশে এয়ারস্পেস বন্ধ ঘোষণার বিষয়টি জানতে পেরে ফেরত আসছে। 

 

এছাড়া মধ্যরাতে দোহা হয়ে জেদ্দাগামী একটি ফ্লাইট দোহা না গিয়ে সরাসরি জেদ্দা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। 

 

আরও পড়ুন: আক্রমণ ‘ভ্রাতৃপ্রতিম’ কাতারের বিরুদ্ধে ছিল না: ইরানের নিরাপত্তা পরিষদ

 

তিনি বলেন, ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশ্যে আমাদের একটি ফ্লাইট উড্ডয়ন করে। পরে মাঝ-আকাশে জানা যায় কাতারের আকাশসীমা বন্ধ করা হয়েছে। এরপরে ফ্লাইটটি দোহা না গিয়ে ওমানের মাস্কটে গিয়ে ল্যান্ড করেছে। সেখানে ফুয়েল নিয়ে সেটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

]]>
সম্পূর্ণ পড়ুন