ইরানের সেই টিভি উপস্থাপিকা পেলেন সিমন বলিভার পুরস্কার

৫ দিন আগে
ইসরাইলি হামলার মুখে অসম সাহসিকতা প্রদর্শনের জন্য ইরানের সাহসী সাংবাদিক ও উপস্থাপক সাহার এমামিকে সিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করেছে ভেনিজুয়েলা। গত শনিবার (২৮ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে ইরানি রাষ্ট্রদূতের হাতে এই পুরস্কার তুলে দেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

পরমাণু অস্ত্র তৈরির অভিযোগে গত ১৩ ‍জুন ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। পারমাণবিক কেন্দ্রের পাশাপাশি সামরিক স্থাপনায় হামলা চালায়। বাদ যায়নি হাসপাতাল ও সংবাদমাধ্যম অফিসও।

 

গত ১৬ জুন ইসরাইল তেহরানে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। এই হামলার সময় টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠান পরিচালনা করছিলেন সাহার এমামি। ক্ষেপণাস্ত্র হামলায় ভবন বিধ্বস্ত হওয়ার পর সরে গেলেও কিছুক্ষণ পরই আবারও ফেরেন উপস্থাপনায়। তার এই সাহসিকতা ইরানসহ গোটা বিশ্বে প্রশংসা কুড়ায়।

 

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার জাতীয় সাংবাদিক দিবসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উপস্থাপিকা সাহার এমামির পাশাপাশি ইরানের আইআরআইবি’র কেন্দ্রীয় কার্যালয়ে ইসরাইলের নৃশংস হামলায় নিহতদের বিশেষ সিমন বলিভার পুরস্কার প্রদান করেন।

 

আরও পড়ুন: আইএইএ প্রধানের হাতে ইরানিদের রক্ত ​​লেগে আছে: জাতিসংঘের সাবেক কর্মকর্তা

 

ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি চেগিনি সাহসী উপস্থাপিকা সাহার এমামি এবং মিডিয়া শহীদদের পরিবারের পক্ষ থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কাছ থেকে সিমন বলিভার পুরস্কার গ্রহণ করেন।

 

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ওই অনুষ্ঠানে ইরানি জাতি, সরকার ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের প্রশংসা করেন এবং ইরানি জাতির চূড়ান্ত বিজয়ের ওপর জোর দেন। সিমন বলিভার পুরষ্কার প্রদানের অনুষ্ঠানে সবাই করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। অনুষ্ঠানটি ভেনিজুয়েলার বেশ কয়েকটি জাতীয় চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন