ইরানের সরকারি লক্ষ্যবস্তুতে হামলা তীব্র করার নির্দেশ ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

১ সপ্তাহে আগে
ইরানের সরকারি লক্ষ্যবস্তুতে হামলা তীব্র করার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শুক্রবার (২০ জুন) ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এক প্রতিক্রিয়ায় তিনি এই নির্দেশ দেন। খবর আল জাজিরার।

কাৎজ বলেছেন, ‘আমারা অবশ্যই (ইরানের) শাসন ব্যবস্থার সব প্রতীক ও দেশটির জনগণের উপর দমনপীড়নে জড়িতদের, যেমন বাসিজ (মিলিশিয়া) এবং রেভল্যুশনারি গার্ডের মতো ক্ষমতার কেন্দ্রগুলোতে আঘাত হানব।’

 

আল জাজিরা বলেছে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যে ইসরাইলের যুদ্ধের আগের লক্ষ্য থেকে সরে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরাইল ইরানের পরমাণু কর্মসূচির উপর সীমিত হামলার কথা বলে হামলা শুরু করে। সেখান থেকে এখন দেশটির সরকার অস্থিতিশীল করার দিকে সরে যাচ্ছে।

 

এদিকে ইরানে ইসরাইলের সামরিক আগ্রাসন শুক্রবার (২০ জুন) দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে ইসরাইলে ক্ষেপণাস্ত্র চালায় ইরান। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়।  

 

আরও পড়ুন: ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত: ইসরাইলি সংবাদমাধ্যম

 

হামলা পাল্টা হামলার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানকে উদ্দেশ্য করে নিয়মিতই হুমকি-ধামকি দিয়ে চলেছেন। গত বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের একটি সামরিক হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। 

 

কাৎজ বলেন, ‘সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে হামলা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও তিনি বলেন, ইসরাইল জানে যে তার সমস্ত লক্ষ্য অর্জনের জন্য, খামেনির অস্তিত্ব থাকা উচিত নয়।’ তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘নির্মূল’ করা দেশটির যুদ্ধ লক্ষ্যগুলোর মধ্যে একটি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন