ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

৩ দিন আগে
ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (১২ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি।


সংবাদমাধ্যম বিবিসি বলছে, তিন সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপ তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

 

ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেন, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে, তবে ইরানের সঙ্গে ‘ব্যবসা’ বলতে কী বোঝানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

 

আরও পড়ুন:ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতি



ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। তার পরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।

 

তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেয়ার পর ট্রাম্প নতুন শুল্ক আরোপ করলেন। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেছেন, বিমান হামলাসহ সামরিক বিকল্পগুলো এখনও টেবিলে রয়েছে।

 

ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে ব্যবসা করা যেকোনো দেশকে যুক্তরাষ্ট্রের সাথে তাদের সব ধরনের ব্যবসার ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

 

তবে, হোয়াইট হাউস শুল্ক সম্পর্কে আর কোনো তথ্য শেয়ার করেনি, যার মধ্যে কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাও জানানো হয়নি।


ইরানি মুদ্রা রিয়ালের মূল্য হ্রাস হওয়ায় ক্ষোভে ডিসেম্বরের শেষের দিকে বিক্ষোভে নামেন সেখানকার জনগণ। পরে তা সরকারবিরোধী বিক্ষোভে পৌঁছায়।

 

এদিকে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা  জানিয়েছে, তারা ইরানে প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর বিষয়টি যাচাই করেছে, অন্যদিকে সূত্র বিবিসিকে জানিয়েছে যে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। আরও হাজার হাজার লোককে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।

 

আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যোগাযোগের চ্যানেল’ খোলা, নিশ্চিত করল ইরান


তবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া এবং যাচাই করা কঠিন হয়ে পড়ে। বিবিসি এবং অন্যান্য বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইরানের ভেতর থেকে রিপোর্ট করতে পারছে না বলেও জানানো হয়।


 

]]>
সম্পূর্ণ পড়ুন