ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরাইল

২ সপ্তাহ আগে
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা শনাক্ত করেছে তারা। নাগরিকদের নতুন করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা জারি করেছে সামরিক বাহিনী।

মঙ্গলবার (২৪ জুন) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিহত করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। আপনাদের অবশ্যই সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকতে হবে।

 

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত পঞ্চম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

 

প্রতিবেদনে বলা হয়, সকাল থেকে ইসরাইলে ইরানের পঞ্চম দফার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যে উত্তর ইসরাইলে সাইরেন বেজে উঠে।

 

আরও পড়ুন: ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩

 

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বিয়ার শেভা শহরে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার শহরটির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

 

ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর আগে জানিয়েছিল যে, প্রায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, প্রায় ৩০ বছর বয়সী একজন নারী এবং প্রায় ২০ বছর বয়সী একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন।

 

টাইমস অব ইসরাইল এবং ওয়াইনেট নিউজ জানায়, দক্ষিণ ইসরাইলি শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছিল, তাদের মৃত ঘোষণা করা হয়েছে। এমডিএ-র একজন মুখপাত্র জানিয়েছেন, আহত আরও ছয়জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

আরও পড়ুন: মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার পর কী বললো কাতার

 

এর আগে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে জানায়, তারা ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির ঘোষণার পর ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।


 

]]>
সম্পূর্ণ পড়ুন