ইরানের বন্দরনগরীর বিস্ফোরণে নিহত ৪, আহত ৫০০

২ সপ্তাহ আগে
ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে।

বন্দর আব্বাস ইরানের একটি গুরুত্বপূর্ণ ও অত্যাধুনিক সমুদ্র বন্দর। এটি রাজধানী তেহরান থেকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে পারস্য উপসাগরে ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত

 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, শনিবার (২৬ এপ্রিল) বন্দর আব্বাসে বিস্ফোরণ ঘটে এবং এরপর আগুন লাগে। ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটেছে। এটি হোরমুজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত।

 

বিস্ফোরণের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিস্ফোরণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে। অন্যান্য ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। 

 

আরও পড়ুন: পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ৬

 

ইরানের জরুরি সেবা বিভাগ বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করেছে। হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মেহরদাদ হাসানজাদেহ জানিয়েছেন, আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

তিনি আরও জানান, নিরাপত্তা কর্মকর্তারা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা সতর্কতা জারি করেছেন। হরমুজগান বন্দর ও সমুদ্র প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকিজাদেহ জানান, শহীদ রেজাই বন্দর ডকের কাছে বিস্ফোরণটি ঘটেছে।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন