ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত: ইসরাইলি সংবাদমাধ্যম

১ সপ্তাহে আগে
ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের একাধিক সংবাদমাধ্যম। খবরে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে একটি ভবনে ইসরাইলি হামলায় দেশটির একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

আল জাজিরা বলেছে, ইসরাইলি সংবাদমাধ্যমের এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। ইসরাইলি সামরিক বাহিনী বা ইরান কর্তৃপক্ষও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 

 

গত ১৩ জুন ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির কমপক্ষে ১৪ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। 

 

বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইরানের ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ফেরেদুন আব্বাসি।

 

আরও পড়ুন: আইআরজিসির গোয়েন্দা শাখার নতুন প্রধান নিয়োগ

 

এদিকে ইরানে ইসরাইলের সামরিক আগ্রাসন শুক্রবার (২০ জুন) দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন