ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

৪ সপ্তাহ আগে
ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ‘মিজান সংবাদ সংস্থা’-কে এ তথ্য জানিয়েছেন একজন ইরানি প্রসিকিউটর।

মধ্য ইরানের কোম প্রদেশের একজন বিচার বিভাগীয় কর্মকর্তা কাজেম মুসাভি বলেছেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

 

তবে তার নাম প্রকাশ করা হয়নি। 

 

Iran executed a man on Saturday convicted of spying for Israel’s Mossad intelligence service, the judiciary said on Sunday, the second such execution reported in less than a month. https://t.co/V7d2HRl4aH pic.twitter.com/nwqCqy1dfR

— Iran International English (@IranIntl_En) October 19, 2025

 

মুসাভিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্যক্তিগত এবং পেশাগত কারণে, ওই ব্যক্তি ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাথে যোগাযোগ শুরু করেছিলেন।’ 

 

আরও পড়ুন: আফগানদের জন্য ২ লাখ ওয়ার্ক ভিসা দেবে ইরান

 

এতে আরও বলা হয়, 

তিনি মোসাদ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিলেন, গোয়েন্দা সহযোগিতায় নিযুক্ত ছিলেন এবং শিশু-হত্যাকারী ও ভুয়া ইহুদিবাদী শাসকগোষ্ঠীর কাছে সাইবারস্পেসে গোপনীয় তথ্য পাঠাতে শুরু করেছিলেন। 

 

কিন্তু ইরানের গোয়েন্দা ও বিচার বিভাগীয় ব্যবস্থার দ্রুত পদক্ষেপের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত এবং সংবেদনশীল তথ্য ফাঁস রোধ করা হয়েছিল বলেও জানানো হয়।

 

গত মাসে, একই ধরনের অভিযোগে আরও একজনের মৃত্যুদণ্ড দেয় ইরান।

 

সূত্র: আল জাজিরা, ইরান ইন্টারন্যাশনাল

]]>
সম্পূর্ণ পড়ুন