ইরানে ফের হামলা চালাবে ইসরাইল?

৩ সপ্তাহ আগে
ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ করছে বলে উদ্বেগ জানিয়েছে ইসরাইলি কর্মকর্তারা। এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে, শনিবার (২০ ডিসেম্বর) সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি এই মাসের শেষের দিকে ট্রাম্পের সাথে দেখা করার কথা রয়েছে, তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কথিত সম্প্রসারণ এবং কেন এই হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করবেন বলে আশা করা হচ্ছে।

 

আরও পড়ুন:গাজায় আর দুর্ভিক্ষ নেই, জানিয়েছে বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা

 

হিন্দুস্তান টাইমস জানায়, ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন সম্প্রসারণ করছে এবং তারা এ কারণে আবার ইরানে আক্রমণ করার চেষ্টা করবে বলে ট্রাম্পের নজরে এটি আনার প্রস্তুতি নিচ্ছে। 

 

পরিকল্পনা সম্পর্কে সরাসরি জ্ঞান থাকা একজন ব্যক্তি এবং পরিকল্পনা সম্পর্কে অবহিত চারজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে।

 

আরও পড়ুন:সিরিয়ায় বড় পরিসরে হামলা চালালো যুক্তরাষ্ট্র



এই বছরের শুরুতে ইরান ও ইসরাইলের মধ্যে প্রায় দুই সপ্তাহব্যাপী সংঘাত শুরু হওয়ার মাত্র কয়েক মাস পর এটি ঘটল, যে যুদ্ধের সময় ইসরাইল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করেছে বলে জানা গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন