ইরানে ফের ভয়াবহ দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯

২ সপ্তাহ আগে
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার (২৩ ডিসেম্বর) জ্বালানিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এটি একদিনের ব্যবধানে ইরানে দ্বিতীয় ভয়াবহ দুর্ঘটনা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

 

সিস্তান-বেলুচেস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহেদি সাজ্জাদি সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে বলেছেন, ‘জাহেদানের কাছে একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষে নয়জন প্রাণ হারিয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন।’

 

এর আগে, শনিবার (২১ ডিসেম্বর) ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে একটি বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হন। 

 

আরও পড়ুন: ইরানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ৯ সেনা নিহত

 

স্থানীয় মিডিয়ায় উদ্ধৃত বিচার বিভাগের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের পরিসংখ্যান অনুসারে, ইরানের দুর্বল সড়ক নিরাপত্তার রেকর্ড রয়েছে। ২০২৩ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে দেশটিতে দুর্ঘটনায় ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

 

গেল আগস্টে, মধ্য ইরানে বাস দুর্ঘটনায় ইরাক যাওয়ার পথে ২৮ জন পাকিস্তানি মুসলিম তীর্থযাত্রী নিহত হন।

 

এছাড়া পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচেস্তানে ২০০৪ সালে ইরানের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি ঘটে। ওই বছর একটি পেট্রল ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে বিশাল আগুন ছড়িয়ে পড়ে, যাতে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

 

সূত্র: আল-আরাবিয়া

]]>
সম্পূর্ণ পড়ুন