ইরানে ইসরাইলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

২ সপ্তাহ আগে
ইরানে ইসরাইলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়েছে। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠেন তরুণরা। অবিলম্বে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা।

স্থানীয় সময় বুধবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী। রাস্তায় ইরানি পতাকা ও হাতে প্ল্যাকার্ড নিয়ে ইরানে ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধের স্লোগানে মুখর হয়ে ওঠে ওয়াশিংটনের রাজপথ। 

 

বিক্ষোভকারীরা বলেন, ইসরাইল যে অস্ত্রের অজুহাতে হামলা করছে সেটির অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই। 

 

আরও পড়ুন: ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ

 

বিক্ষোভে পাল্টা অবস্থান নেন ইসরাইলপন্থিরাও। ভিড়ের মধ্যে কয়েকজন ইসরাইলি পতাকা উড়ালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে দু’পক্ষের মধ্যে বাক্‌-বিতণ্ডা থামায়। প্রতিবাদে অংশ নেন অরথোডক্স ইহুদিরাও। ইরানে জায়নিস্ট হামলার নিন্দা জানান তারা।

 

এদিকে টানা সপ্তম দিনের মতো ইরান-ইসরাইল সংঘাতে হতাহত হয়েছেন দুই দেশের বহু মানুষ। বলা হচ্ছে, ইসরাইলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬৩৯ জন। অন্যদিকে তেল আবিবের দাবি, ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরাইলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৪ জন। 

]]>
সম্পূর্ণ পড়ুন