ইরানে ইসরাইলি হামলাকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বললো উত্তর কোরিয়া

৩ সপ্তাহ আগে
ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘বিনা উসকানিতে’ চালানো সামরিক আক্রমণের তীব্র নিন্দা জানায় দেশটি। 

 

আরও পড়ুন: ইরানিদের হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার আহ্বান, কী বলছে প্রতিষ্ঠানটি?

 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া ইসরাইলের এই সামরিক আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং একে ‘ক্ষমার অযোগ্য মানবতা-বিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিচ্ছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক মানুষকে হত্যা করে ইসরাইল রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে, যা গোটা মধ্যপ্রাচ্যকে নতুন এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

 

এর আগে গত শুক্রবার (১৩ জুন) ইরানের বিরুদ্ধে ইসরাইল হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন