ইরানে ‘আর বোমা ফেল না’, ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

২ সপ্তাহ আগে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে নতুন করে হামলা না চালাতে ইসরাইলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরাইল কঠোর জবাব দেয়ার হুমকির পর ট্রাম্প তেল আবিবকে সতর্ক করলেন।

মঙ্গলবার (২৪ জুন) সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে ইসরাইলকে সতর্ক করে ট্রাম্প বলেন, তেল আবিবের আর তেহরানে হামলা চালানো উচিত নয়।

 

নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেন,

ইসরাইল, ইরানে আর বোমা ফেল না। এটি করলে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হবে। তোমাদের পাইলটদের এখনই বাড়িতে নিয়ে এস।

 

এদিকে ইরান ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।

 

আরও পড়ুন: ইসরাইলের সাথে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা ইরানের

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির পর দুই দেশের পদক্ষেপে ট্রাম্প খুশি নন, বিশেষ করে ইসরাইলের প্রতি, যারা তেহরানে পুনরায় হামলার হুমকি দিয়েছে।

 

ইরান ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্পের এই সতর্কবার্তা আসে। মঙ্গলবার সকালে ট্রাম্প ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন। পরে ইসরাইল ও ইরান পৃথকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানায়।

 

আরও পড়ুন: তেহরান ‘কাঁপিয়ে দেয়ার’ হুমকি ইসরাইলের

 

পরে ইসরাইলি সামরিক বাহিনী তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে তেহরান নতুন করে হামলার কথা অস্বীকার করেছে।

 

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরাইলি যে দাবি করেছে, তা নাকচ করেছে ইরান। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরইবি জানিয়েছে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করছে ইরান।

]]>
সম্পূর্ণ পড়ুন