ইরানে আবারও হামলা!

২ সপ্তাহ আগে
ইরানের বুশেহর শহরের কাছে দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি অনুমোদিত ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

এর মধ্যেই ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়াজদ প্রদেশের কিছু স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান।

 

ইরানের ইয়াজদের আল-গাদির ইসলামিক বিপ্লবী গার্ড কোর ইউনিটের এক বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ তাদের টেলিগ্রামে জানিয়েছে, প্রদেশের দুটি সামরিক এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল। 

 

আরও পড়ুন: হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট: রিপোর্ট

 

উল্লেখ্য, বুশেহর প্রদেশেই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।

 

এর আগে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বা আইএইএ শনিবার (২১ জুন) সতর্ক করে বলে, বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে ‘বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা’ ছড়িয়ে পড়তে পারে।

 

তবে নেই সতর্কতা উপেক্ষা করেই হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী।

 

আরও পড়ুন: ইসরাইলে ছোড়া ইরানের ‘খাইবার-শেকান’ মিসাইল কতটা শক্তিশালী

 

ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলি বিমানগুলো আজ (রোববার) ইরানের ওপর কয়েক ডজন হামলা চালিয়েছে, যেখানে ইসফাহান, বুশেহর, আহভাজ এবং ইয়াজদের সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে।

 

সূত্র: বিবিসি, আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন