ইরানে আবারও বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়!

২ সপ্তাহ আগে
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় বাসিন্দা এবং ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অনুমোদিত সংবাদ সংস্থা ফারস আরও জানিয়েছে, রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত মাজানদারান প্রদেশের বাবোলসার শহরে বিস্ফোরণ ঘটেছে। 

 

আরও পড়ুন: ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প

 

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের এবং আইএসএনএ বলছে, এ ঘটনায় যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’ করা হয়েছে। কারণ মাজানদারানের বাবোল এবং বাবোলসার শহরে বিস্ফোরণ ঘটেছে, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

 

ইরানের রাষ্ট্রীয় টিভিও বাবোলসারে বিস্ফোরণের কথা জানিয়েছে।

 

মাজানদারানের গভর্নরের একজন মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেছেন যে ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। 

 

আরও পড়ুন: স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি: রাশিয়া

]]>
সম্পূর্ণ পড়ুন