ইরানের জ্যেষ্ঠ একজন আইনপ্রণেতার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
তবে আসলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না, কিংবা এটি চূড়ান্ত হয়েছে কি না–তা নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বখশায়েশ আরদেস্তানি বলেন, ‘ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে ততটুকুই উন্নত করবে।’
আরও পড়ুন: পরমাণু শক্তি সংস্থার সঙ্গে চুক্তি ভাঙার ঘোষণা ইরানের
আরদেস্তানি আরও বলেন,
খামেনি এর আগে ক্ষেপণাস্ত্রের পাল্লা ২২০০ কিলোমিটারে সীমাবদ্ধ রেখেছিলেন। কিন্তু এখন তিনি এই ধরনের যেকোনো সীমাবদ্ধতা তুলে নিয়েছেন।
তেহরান ‘ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো সীমা’ মেনে নেবে না এবং এটিকে তিনি ‘সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান’ হিসেবে বর্ণনা করেছেন।
ওয়াশিংটনকে ধোঁকা দেয়ার জন্য তেহরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে ইসরাইল মিথ্যা বলছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করার একদিন পর বাখশায়েশের এই বক্তব্য এলো।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
]]>