শনিবার (২১ জুন) স্কাই নিউজ আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন কোনো প্রমাণ নেই জানিয়ে পুতিন বলেন, রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইসরাইলকে জানিয়েছি।
আরও পড়ুন: ইউক্রেনের পুরোটাই রাশিয়ার, দাবি পুতিনের
এদিকে শুক্রবার সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ইরান ও ইসরাইল সংঘাত, পারমাণবিক স্থাপনা ঘিরে উত্তেজনা এবং বৈশ্বিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পুতিন।
তার মতে, বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে যেকোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এমনকি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি বলেন, এমনটা চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুও অসম্ভব নয়।
আরও পড়ুন: ইসরাইলি আগ্রাসনের মুখে ইরানকে সাহায্য করতে কেন দ্বিধা রাশিয়ার?
]]>