খামেনির টেলিভিশন বার্তায় আরও বলা হয়েছে, ‘ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলের বহুস্তরীয় প্রতিরক্ষা ভেদ করে নগর ও সামরিক এলাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।’
যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত করেছে কিন্তু খুব বেশি কিছু অর্জন করতে পারেনি।
আরও পড়ুন:ইসরাইলের সাথে সংঘাতে ‘বিজয়’ দাবি খামেনির
এছাড়া বার্তায় খামেনি আরও বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ট্রাম্পের ‘শোম্যানশিপ’ ছিল, এর বেশি কিছু নয়।
এই বার্তা দেয়ার আগে সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্টে ইসরাইলের সাথে বিজয় দাবি করেন খামেনি। বিজয়ের জন্য ইরানি জনগণকে অভিনন্দন জানান এই সর্বোচ্চ নেতা।
ইরানের সাথে ইসরাইলের ১২ দিনের সংঘাতের সময় তাকে হত্যার আশঙ্কা থাকায় গোপন বাঙ্কারে লুকিয়ে রাখা হয় খামেনি। যুদ্ধবিরতির পর তিনি টেলিভিশনে প্রথম বার্তা দিলেন।
আরও পড়ুন:কমান্ডোরা ইরানে গোপন অভিযান চালাত: ইসরাইলি সেনাপ্রধান
]]>