ইরান-ইসরাইল সংঘাতে উদ্বেগ জাতিসংঘের, দ্রুত যুদ্ধবিরতির আহ্বান গুতেরেসের

৩ সপ্তাহ আগে
ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৮ জুন) জাতিসংঘ সদর দফতরে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর আল জাজিরার।

 

বিবৃতিতে বলা হয়, ‘মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইল ও ইরানের সাম্প্রতিক সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছেন।’

 

আরও পড়ুন: বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে: রাশিয়া

 

বিবৃতিতে গুতেরেস আরও বলেন, `এই মুহূর্তে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সংযম ও কূটনীতি। যেকোনো অতিরিক্ত সামরিক হস্তক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।'

 

বিশ্ব পরিস্থিতিতে যখন একের পর এক উত্তেজনা ছড়াচ্ছে, তখন জাতিসংঘের এমন আহ্বানকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন