বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এতে বলা হয়, ইরান এই বৈঠকের অনুরোধ জানায়। দেশটির দাবি, ইসরাইলের ‘বেআইনি হামলায়’ যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত, এমন প্রমাণ দিন দিন স্পষ্ট হচ্ছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।
আরও পড়ুন: ইরানিদের হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার আহ্বান, কী বলছে প্রতিষ্ঠানটি?
ইরানের অনুরোধে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়া। তারা এই আক্রমণের আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানাতে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করে।
বিশ্লেষকরা বলছেন, বৈঠকে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে কিনা তা এখনো অনিশ্চিত। তবে এতে অন্তত কূটনৈতিক স্তরে একটি স্পষ্ট বার্তা যেতে পারে।
এর আগে গত শুক্রবার (১৩ জুন) ইরানের বিরুদ্ধে ইসরাইল হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
]]>