ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’
এর আগে ট্রাম্প ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির দাবি করেন। ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে ধাপে ধাপে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে। যেখানে ইরান একতরফাভাবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবে। ১২ ঘণ্টা পরে ইসরাইল একই পদক্ষেপ নেবে।
আরও পড়ুন: এক ঘণ্টায় ৬ দফা মিসাইল ছুড়ে যুদ্ধবিরতির ঘোষণা ইরানের
কিন্তু ইসরাইল আনুষ্ঠানিকভাবে তখন যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরান বলেছিল, যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি।
ইরান জানায়, ইসরাইল হামলা বন্ধ করলে তারাও জবাব দেয়া থামাবে। কিন্তু হামলা বন্ধ না হলে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান। এরপর সকালে ইসরাইলে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় চার ইসরাইলি নিহতের দাবি করা হয়।
এরপরই যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেয় ইরান। অন্যদিকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে ইসরাইলও।
আরও পড়ুন: যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরাইলের
গত ১৩ জুন ইরানে প্রথম হামলা চালায় ইসরাইল। এরপর প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরানও।
]]>