ইরাকে একসঙ্গে ইফতার করার সুযোগ পেল ৯০০ এতিম শিশু

১ সপ্তাহে আগে
ইরাকের বসরা শহরে হৃদয়স্পর্শী এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। যেখানে প্রায় ৯০০ এতিম শিশুকে একসঙ্গে ইফতার করানো হয় দুটি দাতব্য সংস্থার উদ্যোগে। এ ধরনের উদ্যোগ সম্প্রসারিত হলে, এতিম শিশুদের জীবন আরও সুন্দর হতে পারে বলে মনে করছেন আয়োজকরা।

ইরাকের বসরা শহরে প্রায় ৯০০ এতিম শিশুকে ইফতার করিয়েছে বারায়েম আল-নারজিস ফাউন্ডেশন ও সাফা হিউম্যানিটেরিয়ান চ্যারিটি অ্যাসোসিয়েশন।

 

এতিম শিশুদের বেশিরভাগের বাবা ইরাকে আইএস-বিরোধী যুদ্ধে শহীদ হয়েছেন। সংগঠন দুটি শিশুদের জন্য খাদ্য, পোশাক ও আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া, এতিম মেয়েদের জন্য সেলাইসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্সও পরিচালনা করা হয় সংগঠন দুটির মাধ্যমে।

 

সংশ্লিষ্টরা বলছেন, বসরাতে ৯শ’র বেশি শিশুর জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন বয়সের শিশুরা রয়েছে। যাদের বেশিরভাগেরই বাবা আইএসের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কঠোর সিদ্ধান্তে ইরাকের বিদ্যুৎ সংকট প্রকট হওয়ার আশঙ্কা

 

২০১৪ সালের পর দেশটির নানা ঘটনাপ্রবাহের ফলে এতিম শিশুর সংখ্যা বেড়েছে, যাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দাতব্য সংস্থা। এই মানবিক কার্যক্রম সম্পূর্ণ দাতাদের অনুদানের ওপর নির্ভরশীল। সরকার বা কোনো রাজনৈতিক দলের সহায়তা ছাড়াই স্থানীয় জনগণের দানে এই আয়োজন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংগঠকরা।

 

এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হলে, এতিম শিশুদের জীবন আরও সুন্দর হতে পারে বলে মনে করছেন আয়োজকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন