ইয়াবা-গাঁজার চালানসহ র‌্যাবের খাঁচায় দুই মাদক কারবারি

১ সপ্তাহে আগে
হবিগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও গাঁজার চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২০ নভেম্বর) ভোরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। 


বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটক তিনজন ও তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজা উদ্ধারের কথা জানানো হয়। মাদক কারবারিরা হলেন, চুনারুঘাট উপজেলার জহুর মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইমরান মিয়ার ছেলে শাহিন মিয়া (২২) ও ফেনীর পশুরাম উপজেলার হাছান আলীর ছেলে ওমর ফারুক (২১)।

আরও পড়ুন: অবৈধ পথে ভারতে ঢোকার আগেই ধরা ৫ জন


র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার ভোরে মাধবপুর উপজেলায় অভিযান চালায়। সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ ওমর ফারুক ও শাহিনকে আটক করা হয়েছে। পরে চুনারুঘাটের চন্দনা ধলাইপাড় গ্রাম থেকে কাজলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পৃথক অভিযানের ব্যাপারে বুধবার দুপুরে চুনারুঘাট ও মাধবপুর থানায় আলাদা দুটি মামলা দায়ের করে তিনজনকে পুল তিনজনকে পুলিশে দেওয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন