ইন্দোনেশিয়ার জনপ্রিয় ভৌতিক সিনেমা আসছে স্টার সিনেপ্লেক্সে

৩ সপ্তাহ আগে
পাপ এবং প্রতিশোধের এক ভয়ঙ্কর গল্প নিয়ে নির্মিত হয়েছে ইন্দোনেশিয়ার অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। বিশ্ব জয় করে সিনেমাটি এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তির পরপরই বেশ আলোচনা তৈরি হয় সিনেমাটি ঘিরে। দর্শক নন্দিত সিনেমাটি এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি দেয়া হয় ২৫ সেপ্টেম্বর। বিশ্ববাজারে সিনেপ্রেমীদের ভালো সাড়া পাওয়ায় এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়।

 

ধর্মীয় বিশ্বাস, মানব-পাপ এবং প্রতিশোধকে ঘিরে নির্মিত এক ভয়ঙ্কর আধ্যাত্মিক গল্পের সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। এটি এমন এক নারীর গল্প যে বছরের পর বছর অপমান সহ্য করার পর তার পরিবারের ওপর প্রতিশোধ নেয়ার জন্য কালো জাদু ব্যবহার করে।

 

সিনেমার নামের ‘সিজ্জিন’ শব্দ হলো পাপীদের জন্য একটি কারাগার এবং ‘ইল্লিয়িন’ ধার্মিকদের জন্য একটি স্থান। সিনেমায় গল্পের কেন্দ্রীয় চরিত্র ইউলি নামের এক যুবতী, যার মা রহস্যজনকভাবে মারা যান আর তার পিতা তাকে ছেড়ে যায়।

 

এরপর ইউলি এক ধনী পরিবারের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ নেয় কিন্তু সেই বাড়িতেই তার শৈশবের ভয়ংকর স্মৃতি জমতে শুরু করে। কারণ কাজ শুরু করার পর থেকেই ওই বাড়িতে অদ্ভুত সব ভৌতিক ঘটনা ঘটতে থাকে।প্রতিদিনই অদ্ভুত শব্দ, ছায়ামূর্তির আনাগোনা, পরিবারের সদস্যদের অজানা অসুস্থতা,পাগলামি, দেয়ালে রক্তের দাগ সহ অস্বাভাবিক ঘটনা ঘটে।

 

প্রথমে প্রথমে ইউলিকে মিথ্যাবাদী ভাবতে শুরু করলেও একসময় সবাই তাকে অভিশপ্ত ভাবতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় বাড়িটির ইতিহাসে এক ভয়ানক অতীত রয়েছে যা কালা জাদুর সঙ্গে জড়িত। যেটি ঘটাচ্ছিল ইউলি নিজেই। সিনেমার টুইস্ট শুরু হয় এখান থেকেই।

 

গল্প মোড় নেয় অতীতে। সিনেমায় দেখা যায়, পরিবারটি দীর্ঘদিন আগে ইউলির মাকে অপমান ও কষ্ট দিয়েছিল। ইউলি নিজের চোখে তার মায়ের প্রতি হওয়া অন্যায় দেখেছিল। বড় হয়ে সেই ক্ষতই তাকে প্রতিশোধপরায়ণ করে তোলে। এক রহস্যময় জাদুকরের কাছ থেকে সে শিখে নেয় অভিশাপ প্রয়োগের রীতি, যা মানুষের আত্মাকে সিজ্জিন নামের বইতে বন্দি করে ফেলে।

 

সিনেমার শেষে ইউলির মনে দ্বন্দ্ব শুরু হয়। সে সত্যিই প্রতিশোধ নিচ্ছে নাকি নিজেই শয়তানের খেলায় বন্দি হয়ে পড়েছে এমন প্রশ্ন তৈরি করে। শেষদিকে দেখা যায়, ইউলির আত্মা সিজ্জিন-এর বইয়ে আটকে যাচ্ছে।

 

আরও পড়ুন: ‘স্কুল অব কমেডি’ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে

 

সিনেমাটি ইন্দোনেশিয়ার হরর-শৈলীর মধ্যে ধর্মীয় ও মিথিক্যাল উপাদান যুক্ত করার প্রচেষ্টা করেছে। যা শুধু সিনেপ্রেমিদেরই নয়, দাগ কেটেছে বিচারক ও সমালোচকদের মনেও। কাজের স্বীকৃতি হিসেবে কানাডার ফ্যান্টাসিয়া উৎসবে পরিচালক হাদ্রা দায়েং রাতু এ সিনেমার জন্য জেতেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার।

 

আরও পড়ুন: তামান্না ভাটিয়ার ছবি পোস্ট করে নতুন সিনেমার ইঙ্গিত দিলেন অনন্য মামুন!

 

আগামী ৩১ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। ইন্দোনেশিয়ান নির্মাতা হাদ্রা দায়েং রাতু পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবী প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন