ইন্দোনেশিয়ার ডিটেনশন সেন্টার থেকে বাংলাদেশির ‘চাঞ্চল্যকর পলায়ন’

১৩ ঘন্টা আগে
ইন্দোনেশিয়ার নুসা তেংগারা তিমুরের বেলু জেলার আতামবুয়া ক্লাস ২ টিপিআই ইমিগ্রেশন অফিসের ডিটেনশন সেন্টার থেকে এক চাঞ্চল্যকর পলায়নের ঘটনা ঘটেছে। ৪৬ বছর বয়সি বাংলাদেশের এক নাগরিক মোহাম্মদ আলম তার ৪২ বছর বয়সি অসুস্থ ইন্দোনেশীয় স্ত্রী ফ্রান্সিসকা ফাহিককে নিয়ে পালিয়ে গেছেন।

শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন টিপিআই ইমিগ্রেশন অফিসের প্রধান পুতু আগুস একা পুত্র। 

 

বিবৃতিতে তিনি জানান, গত ১০ নভেম্বর ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে যাওয়া ফ্রান্সিসকা ফাহিক অসুস্থ ছিলেন। পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তদন্তের পাশাপাশি মানবিক দিকটির ওপর সর্বোচ্চ উদ্বেগ প্রকাশ করেছে।

 

পুতু বলেন, তদন্তে উঠে এসেছে যে আলম সম্ভবত তার অসুস্থ স্ত্রীর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজনের কারণেই পালিয়ে গেছেন। ফলে ফ্রান্সিসকার স্বাস্থ্যের বিষয়টি অনুসন্ধানকারী দলের জন্য মুখ্য ও জরুরি উদ্বেগ। কর্তৃপক্ষ তার দ্রুত চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করছে। 

 

আরও পড়ুন: মালদ্বীপ /বিপুল পরিমাণ সিগারেট চুরির ঘটনায় প্রবাসী বাংলাদেশি গ্রেফতার

 

ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরিবার ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক মানবিক আবেদন জানিয়েছে। পুতু উল্লেখ করেন, আমরা শুধু একজন আটক ব্যক্তিকে খুঁজছি না বরং তার স্ত্রীর নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তিত, যিনি সম্ভবত তার সাথে আছেন। বাংলাদেশিকে আড়াল করার চেষ্টা বরং একজন ইন্দোনেশীয় নাগরিকের জীবনকে বিপন্ন করতে পারে। এই পলায়ন এখন ফ্রান্সিসকার নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করেছে।

 

তদন্তকারীরা প্রাথমিকভাবে আলমের ব্যক্তিগত নেটওয়ার্ক চিহ্নিত করার দিকে নজর দিলেও ফ্রান্সিসকার অবস্থা দ্রুত নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তার জরুরি অবস্থার কথা বিবেচনা করে অনুসন্ধান অভিযানে স্বাস্থ্য পরিষেবাগুলোর সাথে যোগাযোগের সুযোগ রয়েছে এমন স্থানগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন