ইন্দোনেশিয়ায় এফ-১৬ বিমান দুর্ঘটনায় পাইলটের মৃত্যু, আহত ১

২ দিন আগে
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভাতে একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ইন্দোনেশিয়ান বিমান বাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

রোববার (৩ আগস্ট) সকালে পশ্চিম জাভার বোগোর এলাকার সিয়ামপেয়াতে বিমানটি বিধ্বস্ত হয়। 

 

এটি সকাল ৯টা ৮ মিনিটে আতাং সেনজায়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়।

 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৩, ঝাঁপিয়ে পড়লেন ৫০০ যাত্রী

 

বিমানটি চালাচ্ছিলেন ইন্দোনেশিয়ান বিমান বাহিনীর সাবেক মুখপাত্র ফজর আদ্রিয়ান্তো এবং তার সহকারী পাইলট ছিলেন একজন বেসামরিক নাগরিক রনি আহমদ।

 

এই দুর্ঘটনায় পাইলট আদ্রিয়ান্তো মারা গেছেন এবং সহকারী পাইলট রনি গুরুতর আহত হয়েছেন। 

 

ইন্দোনেশিয়ান বিমান বাহিনীর মুখপাত্র আই নিয়োমান সুয়াদন্যানা জানিয়েছেন, উড্ডয়নের আগে বিমানটি সম্পূর্ণ সচল অবস্থায় ছিল। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে নিখোঁজ ১১

]]>
সম্পূর্ণ পড়ুন