ইন্টারকে সমীহ করে মাঠে নামছে বার্সেলোনা

১ সপ্তাহে আগে
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট বার্সেলোনা ও ইন্টার মিলান। রিয়ালকে হারিয়ে কোপা দেল রে শিরোপা জিতলেও বিগ ম্যাচের আগে মাটিতেই পা রাখছেন বার্সা কোচ। সমীহ করছেন প্রতিপক্ষ দলের রক্ষণকে। অন্যদিকে বার্সেলোনাকে এই মুহূর্তে বিশ্বের সেরা দলের তকমা দিয়েছেন ইন্টার মিলান বস সিমন ইনজাঘি। যদিও কাতালান ক্লাবকে মোটেও ভয় পাচ্ছেন না এই ইতালিয়ান।

বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায়।

 

লড়াইটা দুই সাবেক চ্যাম্পিয়নের। মঞ্চটা সেমিফাইনাল, তাই ম্যাচের গুরুত্বটাও বেশি। ট্রেবল হান্টের পথে এখন পর্যন্ত দারুণ ভাবেই টিকে আছে বার্সেলোনা। তবে ঠিক ভিন্ন প্রেক্ষাপটে বিগ ম্যাচ খেলতে কাতালুনিয়ায় পা রেখেছে ইন্টার মিলান। সপ্তাহ খানেক আগে তাদেরও সম্ভাবনা ছিল ট্রেবল জয়ের। কিন্তু ৭ দিনের ব্যবধানে টানা তিন হারে খালি হাতে মৌসুম শেষ করার শঙ্কায় নেরাজ্জুরিরা।

 

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে শিরোপা জয় বরাবরই মধুর। ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে রসদটা ভালোই পাচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। তারপরও পা মাটিতেই রাখছেন বার্সা বস। চোটের জন্য এ ম্যাচেও নেই রবার্ট লেওয়ানডস্কি। তবে দারুণ ছন্দে আছেন রাফিনিয়া। ১২ গোল করা এই ব্রাজিলিয়ান এবারের ইউসিএলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তরুণ লামিনে ইয়ামালও প্রতিপক্ষকে ভালোই ভুগিয়েছেন পুরো মৌসুম জুড়েই। তাই পোলিশ গোলমেশিনের অভাব খুব একটা বোধ করার কথা না বার্সার।

 

তবে ব্যাডপ্যাচের মধ্য দিয়ে গেলেও ইন্টারের সক্ষমতা সম্পর্কে জানা আছে বার্সা বসের। গ্রুপ পর্বে মাত্র এক গোল হজম করা ইন্টার তার আক্রমণভাগের বড় পরীক্ষা নেবে সেটা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন জার্মান মাস্টারমাইন্ড।

 

সংবাদ সম্মেলনে হ্যান্সি ফ্লিক বলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা ফাইনাল জিতেছি সেটা এখন অতীত। আমরা সামনের দিকে তাকাচ্ছি। আমাদের সামনে সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয়ার। সবার জন্যই এটা একটা স্বপ্ন। তবে ইন্টার কঠিন প্রতিপক্ষ। তাদের ডিফেন্স ইউরোপের সেরাদের একটি। আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে।’

 

আরও পড়ুন: আর্সেনালের মাঠে জিতেও স্বস্তি পাচ্ছেন না পিএসজি কোচ

 

এ ম্যাচে মাঠে নামার আগে ইন্টার মিলান আত্মবিশ্বাস খুঁজতে পারে দেড় দশক আগের ম্যাচ থেকে। সেবার তারকায় ঠাসা বার্সাকে সেমিফাইনালে হারিয়েছিল হোসে মরিনহোর ইন্টার। সেই মৌসুমের পর ইউরোপ সেরা টুর্নামেন্টের ট্রফিটা ছুয়ে দেখা হয়নি মিলান জায়ান্টদের। সেই আক্ষেপ এবার ঘোচাতে চান সিমন ইনজাঘি। মার্কাস থুরামকে এ ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও, লাউতারো মার্তিনেজ থাকায় জয়ের স্বপ্ন দেখছেন ইন্টার বস। আর্জেন্টাইন তারকা এ মৌসুমে করেছেন ২১ গোল, যার ৮টিই চ্যাম্পিয়ন্স লিগে। বার্সাকে এই মুহূর্তে বিশ্বের সেরা দল বললেও, তাদের মোটেও ভয় পাচ্ছে না তিনবারের চ্যাম্পিয়নরা।

 

ইন্টার মিলানের কোচ সিমন ইনজাঘি বলেন, ‘আমরা একটা বাজে সপ্তাহ পার করেছি। আর ওরা একটা ট্রফি জয়ের স্মৃতি নিয়ে মাঠে নামবে। তবে আমরা এর চেয়ে ভালো দল, আমাদের ভালো করতেই হবে। আমরা এই মুহূর্তে বিশ্বের সেরা দলের মুখোমুখি হবো। ওরা অ্যাটাকিং ফুটবল খেলে। অবশ্যই ওদের সম্মান করছি, তবে আমরা কোনো প্রতিপক্ষকে ভয় পাই না।’

 

আরও পড়ুন: ব্রাজিল ও আনচেলত্তির প্রেমকাহিনীতে ‘ভিলেন’ পেরেজ!

 

মুখোমুখি লড়াইয়ে বার্সা এগিয়ে থাকলেও হিসেব বদলে দেয়ার সব চেষ্টাই করবে ইন্টার।

]]>
সম্পূর্ণ পড়ুন