ফুটবলে কি আরেকবার 'এমএসএন' ত্রয়ীর দেখা মিলতে যাচ্ছে? –এমনই সম্ভাবনার গুঞ্জন ভাসছে বাতাসে। এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি নাকি মেসি-সুয়ারেজের সঙ্গে নেইমারের পুনর্মিলনের ব্যাপারে ভাবছে। এমন খবরই দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
বার্সেলোনায় থাকাকালীন এই ত্রয়ী এক ভয়ঙ্কর ও রোমাঞ্চকর আক্রমণভাগ গড়ে তুলেছিল। এখন তারা ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছালেও, মায়ামি ক্লাবটি আবারও এই তিন তারকাকে একসঙ্গে নিয়ে আসার ভাবনা নিয়ে আলোচনা চালাচ্ছে—এক শেষ নস্টালজিক অধ্যায় রচনার আশায়।
নেইমার এই বছরের জানুয়ারিতে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের পর নিজ শহরের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন । ছয় মাসের জন্য সই করলেও পরে তিনি তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করেন। ফলে বছরের শেষে তিনি অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে পারবেন।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় বিডি টাইগার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্তমানে ইন্টার মায়ামি এমএলএস প্লে-অফে রয়েছে এবং আগামী মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফিরতে চায়। ক্লাবটি জর্দি আলবা ও সার্জিও বুসকেটসকে হারাচ্ছে, কারণ তারা এই মৌসুম শেষে অবসর নিচ্ছেন। তবে মায়ামি এরইমধ্যে টটেনহ্যামের সাবেক লেফট-ব্যাক সার্জিও রেগুইলনকে দলে টানার সিদ্ধান্ত নিয়েছে এবং ইউরোপ থেকে আরও কয়েকজন নতুন খেলোয়াড় আনার লক্ষ্যে তালিকা তৈরি করছে।
মায়ামি বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি ও সুয়ারেজের নতুন চুক্তি নিয়েও কাজ করছে, একইসঙ্গে ৩৩ বছর বয়সী নেইমারকে দলে ভেড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখছে।
যদিও আনুষ্ঠানিক আলোচনা এখনও শুরু হয়নি, নেইমারের প্রতিনিধি দল বুঝতে পারছে যে, ২০২৬ বিশ্বকাপের বছরকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে নেওয়া মাঠের ভেতরে ও বাইরে—দুই ক্ষেত্রেই বড় লাভজনক পদক্ষেপ হতে পারে।
ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নেইমারের কাছেও এটি আকর্ষণীয় প্রস্তাব হতে পারে, কারণ তিনিও এখন ভবিষ্যতের জন্য সেরা বিকল্পের সন্ধানে আছেন।
অন্যদিকে, মেসি ও ইন্টার মায়ামি এখনও এমএলএস কাপের দৌড়ে আছে। নিয়মিত মৌসুমের আর মাত্র একটি ম্যাচ বাকি, এবং তাদের সামনে এখনো ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান নিশ্চিতের সুযোগ আছে। এরপর তারা প্লে-অফে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে।
আরও পড়ুন: আর্জেন্টিনার স্কোয়াডে থেকেও যে কারণে মায়ামির হয়ে খেলার সুযোগ পেলেন মেসি
রোববার (১২ অক্টোবর) মায়ামি আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে তারা খেলবে ন্যাশভিলের বিপক্ষে।
এদিকে, মেসি ব্যক্তিগতভাবেও এমএলএস গোল্ডেন বুটের দৌড়ে আছেন। নিয়মিত মৌসুমে তার গোলসংখ্যা ২৪, যা স্যাম সারিজ ও ডেনিস বুয়াঙ্গার চেয়ে বেশি।
উল্লেখ্য, বার্সেলোনায় ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত একসঙ্গে খেলার সময় নেইমার, মেসি ও সুয়ারেজ মিলে স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৩৬৪ গোল ও ১৭৩টি অ্যাসিস্ট করেছিলেন। ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ত্রয়ী হিসেবে পরিচিতি পেয়েছিল এমএসএন ত্রয়ী।
]]>