ইন্টার মায়ামি শীর্ষে উঠতে ব্যর্থ হলেও রেকর্ড গড়লেন মেসি!

২ সপ্তাহ আগে
টরন্টো এফসির বিপক্ষে জিতলে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতো লিওনেল মেসির ইন্টার মায়ামি। ড্রয়ের ফলে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তবে এদিন দারুণ একটি রেকর্ড গড়েছেন মেসি।

বাংলাদেশ সময় সোমবার (৭ এপ্রিল) সকালে টরন্টো এফসির সঙ্গে ইন্টার মায়ামি ১-১ গোলে ড্র করেছে। দুই দলের দুটিই গোলই হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে, মায়ামিরটি করেছেন মেসি, টরন্টোরটি ফেদেরিকো বার্নারদেস্কি।


৪৫+৫ মিনিটে করা মেসির গোলটি ইন্টার মায়ামির হয়ে এমএলএসের নিয়মিত মৌসুমি খেলায় ৪৪তম গোলে অবদান। ক্লাবটির ইতিহাসে যা সর্বোচ্চ। ইন্টার মায়ামি বলছে, এর মাধ্যমে ভেঙেছে মায়ামির সাবেক ফরোয়ার্ড ও মেসির স্বদেশি গঞ্জালো হিগুয়েনের রেকর্ড। যদিও ট্রান্সফার মার্কেটের পরিসংখ্যান বলছে, হিগুয়েন মায়ামির হয়ে গোলে অবদানই রেখেছেন সাকুল্যে ৪০টি।


চেজ স্টেডিয়ামে দুদল বেশ কয়েকবার আক্রমণ করেও ব্যর্থ হওয়ার পর ২৯ মিনিটে জালের দেখা পেয়েছিল মায়ামি। সুয়ারেজের অ্যাসিস্টে তালেস্কো সেগোভিয়া গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ঠিক ১০ মিনিট পর মেসিও জাল কাঁপান, কিন্তু এর কিছুক্ষণ আগে আর্জেন্টাইন তারকা ফাউল করায় সেই গোলটি আমলে নেওয়া হয়নি।


আরও পড়ুন: সর্বকালের সেরা দল হতে মেসিদের আগামী বিশ্বকাপ জিততে হবে


প্রথম গোলের খাতা খুলে সফরকারী দল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বার্নারদেস্কি ডি বক্সের ভেতর বল পেয়ে তালগোল পাকিয়ে আলতো ছোঁয়ায় কয়েকজনের ফাঁক গলে জাল খুঁজে নেন। জবাব দিতে দেরি করেনি মায়ামি। ডি বক্সের ভেতর থেকে বাঁকানো শটে দূরের কোণা দিয়ে বল জালে প্রবেশ করান মেসি।


এই ড্রয়ের ফলে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে মায়ামি। ১৫ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা কলম্বাস আছে শীর্ষে। টরন্টো ৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে।

]]>
সম্পূর্ণ পড়ুন