ইনজুরিতে শরিফুলও, সোহানের চোট কতটা গুরুতর

২ সপ্তাহ আগে
লম্বা সময় পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেল বাংলাদেশ। গতকাল (৩১ অক্টোবর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনো পাত্তাই পায়নি টাইগাররা। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে দুই ক্রিকেটারের ইনজুরি। নুরুল হাসান সোহানের স্ট্রেচারে করে মাঠ ছাড়ার দৃশ্য টিভি স্ক্রিনেই দেখা গিয়েছিল।

আর বিসিবির সূত্রে জানা গেছে, শরিফুল ইসলামও এদিন হালকা চোট পেয়েছেন।

 

গতকাল চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সময় ১১তম ওভার চলাকালে ইনজুরিতে পড়েন সোহান। টিভিস্ক্রিনে দেখা যায়, মাটিতে লুটিয়ে পড়ে পায়ের গোঁড়ালির দিকে ইঙ্গিত করে ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। পরবর্তীতে দলের চিকিৎসক বায়োজিদুল ইসলাম এসে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন সোহানকে। তবে তাতে কাজ হয়নি। পায়ে ভর করে দাঁড়াতে না পারায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

 

আরও পড়ুন: ২০২৭ পর্যন্ত টাইগারদের টেস্ট অধিনায়ক শান্ত

 

মাঠ থেকে নিয়ে যাওয়ার পর দ্রুতই হাসপাতালে পাঠিয়ে সোহানের এক্স-রে করানো হয়। তবে সেখানে তেমন কিছু ধরা না পড়লেও পায়ে প্লাস্টার করানো হয়েছে তার। আগামীকাল বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে সোহানের এমআরআই করার কথা রয়েছে।

 

এদিকে, সোহানের মতো গতকাল ইনজুরিতে পড়েছেন শরিফুল ইসলাম। পুরো সিরিজে কেবল এক ম্যাচে সুযোগ পাওয়া এই পেসার গতকাল কেবল ২ ওভার বোলিং করেছেন। তাতেই পড়েছেন ইনজুরিতে। বিসিবির সূত্রের খবর, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন শরিফুল। চোট কতটা গুরুতর সেটা জানতে নাকি ইতোমধ্যে এমআরআই করানো হয়েছে। আপাতত সোহানের মতো বিসিবির মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন তিনিও।

 

আরও পড়ুন: মিরপুরের পর গামিনিকে দেশ থেকেই বিদায় করছে বিসিবি

]]>
সম্পূর্ণ পড়ুন