গতকাল (৯ জানুয়ারি) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে থাকা অবস্থায় বিনুরা ফার্নান্দোর একটি বলে হাতের আঙুলে চোট পান রসিংটন। সেই চোটেই এবার ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। বিপিএলের এবারের আসরে আর খেলার সুযোগ না থাকায় নিজ দেশের উদ্দেশে উড়াল দিয়েছেন এই ক্রিকেটার। এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান।
আরও পড়ুন: অধিনায়কত্বে মিরাজ অনভিজ্ঞ, বাংলাদেশের সব অধিনায়কই আবেগপ্রবণ: মঈন আলী
নাফিস জানান, রসিংটনের যে আঙুলে চোট লেগেছে সেখানে আগেও চোট ছিল তার। গতকাল ইনজুরির পর আঙুলের স্ক্যান করানো হয়। তাকে ২ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। আর সে কারণেই এবার দেশে ফিরে যাচ্ছেন তিনি। নাফিস জানিয়েছেন, রসিংটনের জায়গায় বিকল্প ব্যাটারের সন্ধান শুরু করে দিয়েছে চট্টগ্রাম।
আরও পড়ুন: অ্যান্টি করাপশন ইউনিট কঠোর আছে বলেই ফিক্সিং কমে গেছে: মিঠু
এবারের বিপিএল শুরুর আগে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে জটিলতা দেখা গেলেও টুর্নামেন্ট শুরুর পর সবাইকে চমকে দিয়েছে। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি। দলের সবাইও আছেন ভালো ছন্দে। রসিংটন সবচেয়ে ধারাবাহিক, তার বিদায় তাই চট্টগ্রামের জন্য ধাক্কাস্বরূপ। বিসিবির মালিকানাধীন দলটি তার জায়গা কীভাবে পূরণ করে, সেটাই এখন দেখার বিষয়।

৪ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·