মূলত, ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন বশির। আঙুলে চোট পেয়েছেন এই অফ স্পিনার। যার কারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বেশি বোলিংও করেননি তিনি। ইংল্যান্ড জানিয়েছে, বশিরের আঙুলে চিড় ধরেছে।
চিড় ধরার কারণে বশিরের আঙুলে অস্ত্রোপচার করানো হয়ে। ফলে স্বাভাবিকভাবেই দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে ২১ বছর বয়সি এই স্পিনারকে। লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে দুই উইকেট পেয়েছেন বশির।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজে এগিয়ে গেলো ইংল্যান্ড
এদিকে ইংল্যান্ড এখনও বশিরের বদলি হিসেবে দলে কাকে নেয়া হবে তা জানায়নি। আগামী ২৩ জুলাই ঐতিহাসিক ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। সেই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে ইংল্যান্ড। ফলে সিরিজ বাঁচিয়ে রাখতে চতুর্থ টেস্ট জিততেই হবে ভারতকে।