ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো, মেসির সম্পদের পরিমান কত

১ দিন আগে
প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে এক হাজার গোলের রেকর্ড হাতছানি দিচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। শেষ পর্যন্ত এই পর্তুগিজ মহাতারকা হাজার গোলের রেকর্ড গড়তে পারবেন কি–না, তা সময়ই বলে দেবে। আপাতত রোনালদোভক্তরা খুশি হতে পারেন অন্য এক রেকর্ডে। ফুটবল ইতিহাসের প্রথম 'বিলিয়নিয়ার' খেলোয়াড় বনে গেছেন রোনালদো।

আর্থিক তথ্য ও গণমাধ্যম সংস্থা ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স প্রথমবারের মতো ৪০ বছর বয়সী পর্তুগাল ও আল-নাসরের এই তারকার মোট সম্পদের হিসাব প্রকাশ করেছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পদের তালিকা অনুসরণকারী ব্লুমবার্গের হিসাবে রোনালদোর পুরো ক্যারিয়ারের আয়, বিনিয়োগ ও স্পনসরশিপ চুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এতে বলা হয়েছে তার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১,৭০৬৬ কোটি টাকা)।


সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো বেতন হিসেবে ৫৫০ মিলিয়ন ডলারের (৬,৬০১ কোটি টাকা) বেশি উপার্জন করেছেন। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড ও স্পনসর চুক্তির মাধ্যমেও বিপুল অর্থ অর্জন করেছেন—যার মধ্যে নাইকের সঙ্গে দশ বছরব্যাপী প্রায় ১৮ মিলিয়ন ডলার (২১৯ কোটি টাকা) মূল্যের বার্ষিক চুক্তি অন্যতম।


আরও পড়ুন: ফিফার দুই কমিটিতে তাবিথ ও কিরণ


২০২২ সালের ডিসেম্বরে রোনালদো যখন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর-এ যোগ দেন, তখনই তিনি বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার হয়ে যান, যেখানে তার বার্ষিক বেতন ছিল ১৭৭ মিলিয়ন পাউন্ড।


২০২৫ সালের জুনে এই চুক্তি শেষ হওয়ার কথা ছিল, তবে ৪০ বছর বয়সী পর্তুগিজ মেগাস্টার নতুন করে দুই বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছেন—যার মূল্য ৪০০ মিলিয়ন ডলারের (৪,৮৭৩ কোটি টাকা) বেশি বলে জানা গেছে। এর ফলে ৪২ বছর বয়স পার হওয়ার পরও তিনি এই ক্লাবে থাকবেন।


আরও পড়ুন:  আলবার অবসরের ঘোষণা, আবেগতাড়িত মেসি


অন্যদিকে, ব্লুমবার্গের হিসাব অনুযায়ী রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তার ক্যারিয়ারে ৬০০ মিলিয়ন ডলারের (৭,৩১০ কোটি টাকা) বেশি আয় করেছেন (কর পূর্ব আয় হিসেবে)। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর মেসি বছরে ২০ মিলিয়ন ডলার (১৫ মিলিয়ন পাউন্ড) বেতনের নিশ্চয়তা পেয়েছেন—যা একই সময়ে রোনালদোর আয়ের প্রায় ১০ শতাংশ।


এছাড়া, অবসরের পর ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মিয়ামির মালিকানার অংশ পাবেন বলে জানা গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন