ইতিহাস গড়তে শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান

১ দিন আগে
ওভাল টেস্ট জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচ গড়িয়েছে শেষ দিনে। আর শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৩৫ রান। হাতে রয়েছে ৪ উইকেট। ইংল্যান্ড এই ম্যাচ জিততে পারলে ইতিহাসের পাতায় নাম লিখবে। দ্য ওভালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে ২৬০ রানের। সেটাও ইংল্যান্ড করেছিল আজ থেকে ১২৩ বছর আগে। সোমবার (৪ আগস্ট) ৩৭৪ রানের লক্ষ্য ছুঁতে পারলে রেকর্ডের পাতায় আবারও নাম লিখবে তারা।

ওভালে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৩৯ রান। ক্রিজে জেমি স্মিথ ২ এবং জেমি ওভারটন অপরাজিত আছেন শূন্য রানে।  


ইংল্যান্ডকে ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন জো রুট এবং হ্যারি ব্রুক। এই দুইজন যখন ক্রিজে ছিলেন, তখন মনে হচ্ছিল খুব সহজেই ভারতকে হারাবে ইংল্যান্ড। এই দুই ব্যাটার মিলে গড়েন ১৯৫ রানের জুটি। যেখানে ব্রুক ১১১ এবং রুট আউট হন ১০৫ রানে।


আরও পড়ুন: ইংল্যান্ডকে পথ দেখানো ইনিংসে দারুণ কীর্তি গড়লেন রুট 

Joe Root pays tribute to Graham Thorpe after his century, England vs India, 5th Test, 4th Day, The Oval, August 3, 2025শতক হাঁকিয়ে গ্রাহাম থর্পকে স্মরণ করেন রুট।


এদিকে অসাধারণ এক কীর্তি গড়েছেন রুট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৯তম ম্যাচে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। দিনের শেষ উইকেটটি ছিল রুটের। তার আগে ৫ রান করে আউট হয়েছেন বেথেল।


ইংল্যান্ড ও ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচের শেষ দিন কাল (সোমবার)। শেষ দিনে কী ভারত নাটকীয়ভাবে জয় পাবে, নাকি স্বাগতিকরা সহজেই জিতে সিরিজ নিজেদের করে নেবে তা আগামীকালই জানা যাবে।  

]]>
সম্পূর্ণ পড়ুন