ওভালে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৩৯ রান। ক্রিজে জেমি স্মিথ ২ এবং জেমি ওভারটন অপরাজিত আছেন শূন্য রানে।
ইংল্যান্ডকে ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন জো রুট এবং হ্যারি ব্রুক। এই দুইজন যখন ক্রিজে ছিলেন, তখন মনে হচ্ছিল খুব সহজেই ভারতকে হারাবে ইংল্যান্ড। এই দুই ব্যাটার মিলে গড়েন ১৯৫ রানের জুটি। যেখানে ব্রুক ১১১ এবং রুট আউট হন ১০৫ রানে।
আরও পড়ুন: ইংল্যান্ডকে পথ দেখানো ইনিংসে দারুণ কীর্তি গড়লেন রুট

এদিকে অসাধারণ এক কীর্তি গড়েছেন রুট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৯তম ম্যাচে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। দিনের শেষ উইকেটটি ছিল রুটের। তার আগে ৫ রান করে আউট হয়েছেন বেথেল।
ইংল্যান্ড ও ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচের শেষ দিন কাল (সোমবার)। শেষ দিনে কী ভারত নাটকীয়ভাবে জয় পাবে, নাকি স্বাগতিকরা সহজেই জিতে সিরিজ নিজেদের করে নেবে তা আগামীকালই জানা যাবে।