ইতালির ইয়েসিতে নতুন মসজিদ ও মাদ্রাসার উদ্বোধন

২ সপ্তাহ আগে
ইতালির ইয়েসিতে বাংলাদেশি মুসলিমরা নিজস্ব জায়গায় একটি নতুন মসজিদ উদ্বোধন করেছেন। আত-তাক্বওয়া মসজিদ ও মাদ্রাসার নিজস্ব এ ভবনটি উদ্বোধন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক বাংলাদেশি আলেম হাফেজ মাওলানা ইয়াকুব হাসান।

শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় উলামায়ে কেরাম, ইয়েসির সাধারণ মুসল্লীবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ ও প্রতিষ্ঠানটির সভাপতি জনাব রবিউল আলমের উপস্থিতিতে মসজিদের তালা খুলে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করা হয়।


আত-তাক্বওয়া মসজিদ ও মাদ্রাসার মিডিয়া সমন্বয়ক সুলাইমান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, দীর্ঘ চৌদ্দ বছর ধরে পরিচালিত এ প্রতিষ্ঠানটির জন্য নিজস্ব একটি ভবন কেনার জন্য অনেক দিন ধরেই বাংলাদেশি আলেমরা চেষ্টা করে যাচ্ছিলেন। গত দুই মাস ধরে ইয়েসিবাসীর মেহনত, আমল ও দোয়ার বদৌলতে আল্লাহ সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান মাদরাসার সভাপতি রবিউল আলম।


তিনি বলেন, ‘ইতালিতে বসবাসকারী মুসলমানদের জন্য একটি সামগ্রিক দীনি মারকায গড়ার স্বপ্ন থেকে আত-তাক্বওয়া মসজিদ ও মাদ্রাসার যাত্রা।’

 

আরও পড়ুন: কাজা নামাজ জামাতে আদায় করা যাবে?


সভপতি বলেন, ‘মসজিদভিত্তিক বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজ, ধর্মীয় ও জাগতিক শিক্ষাকে ব্যাপক করার জন্য বহুমুখী মাদ্রাসা ও ইসলামিক স্কুল প্রতিষ্ঠা, ইসলাম প্রচারের নানা কার্যক্রম, ইসলামিক রিসার্চ সেন্টার ইত্যাদি নানাবিধ কার্যক্রমকে সামনে রেখে আমরা নিজস্ব একটি ভবনের চাহিদা অনুভব করছিলাম।আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে এমন অভাবনীয় একটি ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরো কয়েকটি ভবন ক্রয়ের পরিকল্পনা আছে। আশা করি পুরো ইতালিবাসী মুসলিমদের সহায়তায় আমাদের সবগুলো প্রজেক্ট একে একে চালু করতে পারব ইনশাআল্লাহ।’


তিনি আরো বলেন, ‘ইতালিতে বর্তমানে তৃতীয় জেনারেশনের মুসলিম সন্তানেরা বেড়ে উঠছে, যাদের জন্ম ও বেড়ে ওঠা এখানেই। ইতালিয়ান শিক্ষা ও সংস্কৃতিতেই তাদের বেড়ে ওঠা। কিন্তু অভিভাবকরা চায়, তাদের সন্তানরা ইউরোপীয় শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও শিক্ষিত হোক।’

 

ইয়েসিতে আমাদের এই মাদ্রাসাটি থাকার কারণে পুরো ইতালি থেকে অনেক ফ্যামিলি চলে আসে সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য। আত-তাক্বওয়ার নতুন এই ভবন থেকে ধীরে ধীরে পুরো ইতালিব্যাপী ইসলাম ও ধর্মীয় শিক্ষার ব্যাপক প্রচার-প্রসার সম্ভব হবে ইনশাআল্লাহ, তিনি যুক্ত করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন