ইতালিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবারও এক বাংলাদেশি খুন হয়েছেন। রাজধানী রোমের ক্রিস্টোফোরো কলম্ব এলাকায় প্রধান সড়কের ফুটপাতে ২৮ বছর বয়সি মামুন খান নামের ওই যুবক খুন হন।
জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে মরক্কোর অধিবাসী অপর এক প্রবাসী তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ওই এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। এতে যোগ দেন ইতালির কয়েকজন নাগরিকও। অবিলম্বে হত্যাকারীকে গ্রেফতার, সুষ্ঠু বিচার ও নিহত মামুনের পরিবারকে সহায়তা দেয়ার আহ্বান জানান তারা।
আরও পড়ুন: মালয়েশিয়ায় নদীর স্রোতে ভেসে যাওয়া বাংলাদেশির মরদেহ উদ্ধার
বলেন, ‘ইতালি প্রবাসী বাংলাদেশিদের সুনাম রয়েছে এখানে। এই হত্যার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। আমরা আশা করি এই হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করবে এবং বিচারের মুখোমুখি করবে। এ ধরনের ঘটনায় আমরা বিব্রত।’
এর আগে, মে মাসের ২৭ তারিখে নাহিদ মিয়া নামে এক বাংলাদেশি রোমের আরদিয়া এলাকায় তার নিজস্ব পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে প্রাণ হারান। রোমে এমন হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
]]>