ইতালিতে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার, মাদারীপুরে স্বজনদের আহাজারি

১ সপ্তাহে আগে
ইতালিতে মাদারীপুরের যুবক সাগর বালা ওরফে অভির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। অভির মৃত্যুর খবরে পরিবারে চলছে গভীর শোক। নিহত সাগর বালা অভি মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানিয়েছেন, আড়াই বছর আগে ধারদেন করে ভাগ্যের চাকা ঘুরাতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় সাগর বালা। গত দুই বছর ধরে সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি।

 

বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ২৪ সেপ্টেম্বর দুপুরে যুবকের মৃত্যুর খবর পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাড়িতে ভীড় করেন পাড়াপ্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা।

 

আরও পড়ুন: উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলছে লিবিয়ান কোস্টগার্ড!

 

পরিবারের দাবি, ছুরিকাঘাত করে সাগরকে হত্যা করা হয়েছে এবং পরে হত্যাকারী একটি কালো ব্যাগে তার মরদেহ লুকিয়ে রেখেছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

 

নিহতের বাবা কুমোদ বালা জানান, ইতালিয়ান পুলিশ ইতিমধ্যেই হত্যাকাণ্ডের প্রয়োজনীয় প্রমাণ ও তথ্য সংগ্রহে সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিভিন্ন স্থানে তল্লাশি ও তদন্ত শুরু করেছে। এছাড়া মরদেহের পাশ থেকে তার ছেলের ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন