ইতালিতে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, বাংলাদেশিসহ একদিনে উদ্ধার ২ হাজারের বেশি

৪ সপ্তাহ আগে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নেমেছে ইতালিতে। একদিনে উদ্ধার করা হয়েছে ২ হাজার ১৭ জন অবৈধ অভিবাসীকে। তাদের মধ্যে বাংলাদেশিও আছেন। ঝুঁকিপূর্ণ এই পথ পরিহার করে দেশটিতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা।

কোনোভাবেই থামছে না ইতালিমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢল। উন্নত জীবনের আশায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে ঢোকার চেষ্টা করছেন শত শত মানুষ। শীতের তীব্রতা কমে যাওয়ায় এমন অবৈধ অভিবাসীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে।

 

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ভূমধ্যসাগর উপকূল থেকে ২ হাজার ১৭ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। 

 

জানা গেছে, উদ্ধার হওয়া এসব অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে আছেন বাংলাদেশিও। লাম্পেদোসা সমুদ্রবন্দর থেকে এসব অবৈধ অভিবাসীকে উদ্ধার করে নেয়া হয়েছে স্থানীয় আশ্রয়কেন্দ্রে। 

 

আরও পড়ুন: ইতালি উপকূলে নৌকাডুবিতে ৬ অভিবাসনপ্রত্যাশী নিহত, নিখোঁজ ৪০

 

তবে ইতালি প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা এই ঝুঁকিপূর্ণ পথ পরিহারের আহ্বান জানিয়েছেন।

 

বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত কেবল চলতি বছরেই ইতালিতে প্রবেশ করেছেন চার হাজারেরও বেশি বাংলাদেশি। গেল বছর মিলিয়ে এই সংখ্যা এক লাখেরও বেশি।

]]>
সম্পূর্ণ পড়ুন