এক নজরে ভারতের লজ্জার নজির:
১) দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে এটি ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৬ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে ১০০ রানে অলআউট হয়েছিল ভারত। সেই রেকর্ড এদিন ভেঙে গেল।
২) গত ২৮ বছরে সর্বনিম্ন রান করতে নেমে হারের রেকর্ড। আর সব মিলিয়ে টেস্টে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রান তাড়া করতে গিয়ে হার। ১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজে ১২০ রান তাড়া করতে ব্যর্থ হয় ভারত। সব মিলিয়ে দেশের মাটিতে এটিই ভারতের সর্বনিম্ন রান তাড়া করতে গিয়ে হার।
৩) সফরকারী দল হিসেবে ভারতের মাটিতে সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়। ভারতের মাটিতে এর আগে কোনো সফরকারী দল টেস্টে এত কম রান ডিফেন্ড করতে পারেনি।
আরও পড়ুন: ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতলো দ.আফ্রিকা
এদিকে ম্যাচে একাধিক সাফল্যের নজির গড়েছে প্রোটিয়ারাও।
১) সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়। এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়। এর আগে ১৯৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৭ রান ডিফেন্ড করেছিল তারা। ইডেনে ভারতের বিপক্ষে ১২৪ রান ডিফেন্ড করলেন টেম্বা বাভুমারা।
২) দক্ষিণ আফ্রিকান স্পিনার হিসেবে ভারতের মাটিতে সর্বোচ্চ উইকেটের নজির সাইমন হারমারের। ইডেনে দুই ইনিংস মিলিয়ে সাইমন হারমার ২৯.২ ওভার বল করেছেন। ৫১ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। তাতে তিনি পল অ্যাডামস ও ইমরান তাহিরকে ছাড়িয়ে ভারতের মাটিতে টেস্টে এটি দক্ষিণ আফ্রিকান স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন। অ্যাডামস ও তাহির সমান ১৪টি করে উইকেট নিয়েছেন।
৩) ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়। সবশেষ ২০১০ সালে ভারতে টেস্ট জিতেছিল প্রোটিয়ারা।
]]>

১৩ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·