ইঞ্জিন বিকলে সাগরে ভাসছিল ট্রলার, ২৬ জেলে উদ্ধার

১ দিন আগে
বঙ্গোপসাগরে ইলিশ রক্ষায় নিয়মিত টহলের সময় জীবন বিপন্ন অবস্থায় ২৬ জেলেকে উদ্ধার করেছেন নৌবাহিনীর সদস্যরা।

বুধবার (৮ অক্টোবর) নৌবাহিনী পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, মঙ্গলবার বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ অসহায়, জীবন বিপন্ন প্রায় অবস্থায় ২৬ জন জেলেকে উদ্ধার করে।

 

‘এমভি তাজমিনুর রহমান’ নামের ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ। ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে পৌঁছে বিপদগ্রস্ত জেলেদের সংকেত পায়। নৌবাহিনীর সদস্যরা দ্রুত অসহায় জেলেদের উদ্ধার করেন। ক্ষুধার্ত জেলেদের উদ্ধারের পরপরই তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 

আরও পড়ুন: পটুয়াখালীতে ইলিশ ধরায় ১২ জেলে আটক, জাল জব্দ

 

পরে নৌবাহিনীর জাহাজ উদ্ধার হওয়া ব্যক্তিদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসেন।

 

গত ৩০ সেপ্টেম্বর মাছ ধরতে ট্রলারটি নিয়ে সমুদ্রে যান জেলেরা। ৩ অক্টোবর ফেরার কথা থাকলেও ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন