সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনের অদূরে সদর উপজেলার বড়ইতলা এলাকায় পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
এ সময় কিশোরগঞ্জ-ঢাকা ও কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জে ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন মেরামতের পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
আরও পড়ুন: ৪৫ মিনিট পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক
ট্রেন চলাচল স্বাভাবিক হলে আন্তঃনগর ‘বিজয় এক্সপ্রেস’ গচিহাটা স্টেশন থেকে কিশোরগঞ্জ স্টেশনে ও আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন পার হওয়ার পর বড়ইতলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে দ্রুত ইঞ্জিন মেরামতের পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।
]]>