এ ঘটনায় স্থানীয় জনতা ওই ইজিবাইক চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। মৃত মুনতাজিন দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সাদ্দাম সরদারের ছেলে। সে বাবার সাথে ওই এলাকায় ভাড়া থাকত।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেল শিশুটিকে ইজিবাইক চালক ধাক্কা দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে শিশুটি। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার পরে শিশুটি মারা যায়।