ইজিবাইক ছিনতাইয়ের পর চালক হত্যায় ২ যুবক গ্রেফতার

২ সপ্তাহ আগে
বগুড়ার শাজাহানপুরে ইজিবাইক ছিনতাইয়ের পর চালক মোফাজ্জল হোসেন (৪৫) হত্যার ঘটনায় জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) ভোরে ধুনট উপজেলার জয়শিং পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে শাজাহানপুর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এ তথ্য জানান।


গ্রেফতাররা হলেন: ধুনট উপজেলার জয়শিং পশ্চিমপাড়া গ্রামের ফিরোজুর রহমানের ছেলে সজিব (১৯) ও একই নামের মাসসুল হকের ছেলে সজবি (২১)।


পুলিশ জানায়, ছিনতাইকারীদের ইজিবাইক দিতে অস্বীকার করায় চালক মোফাজ্জলকে গলা কেটে হত্যা করা হয়।


আরও পড়ুন: মুন্সীগঞ্জ চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫


সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গত মঙ্গলবার রাতে যাত্রীবেশে মোফাজ্জলের ইজিবাইকে ছিনতাইচক্রের চার সদস্য ওঠেন। তারা বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরিয়ে মোফাজ্জলের ইজিবাইক নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে যান। একপর্যায়ে আশপাশে নিরিবিলি পরিবেশ পেয়ে তারা মোফাজ্জলের কাছ থেকে ইজিবাইকটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।


বাধা দিলে প্রথমে তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে, পরে ধারালো চাকু দিয়ে গলাকেটে হত্যা করা হয়। দ্রুত আসামিদের বিচার নিশ্চিতের দাবি পরিবারের।


পুলিশের এ কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের পর মোফাজ্জলের মোবাইল ফোনের সূত্র ধরে ধুনটের জয়শিং পশ্চিমপাড়া গ্রামের সজিব নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত দড়ি ও ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।


আরও পড়ুন: গাজীপুরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই


পরে তার দেয়া তথ্যে একই গ্রামের চক্রের আরেক সদস্য সজিবকে গ্রেফতার করা হয়। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধুনটের সোনাহাটা বাজারে সিরাজুল ইসলামের গ্যারেজ থেকে মোফাজ্জলের ইজিবাইকসহ চারটি চোরাই ইজিবাইক ও ১৫টি ব্যাটারি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সিরাজুল।


পুলিশের দাবি, ছিনতাইকারী চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছে তারা।


এরআগে গত বুধবার (৪ নভেম্বর) সকালে বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ফুলদিঘী থেকে ইজিবাইক চালক মোফাজ্জলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ইজিবাইক চালকের স্ত্রী মাবিয়া সুলতানা বাদী হয়ে মামলা দায়ের করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন