সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকায় মারকাজ মসজিদে মাওলানা জোবায়ের আহমেদের অনুসারীদের আয়োজনে জেলা তাবলীগ জামাতের একাংশের সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ মামলার আসামি ও জড়িতদের কাউকে গ্রেফতার করতে না পারায় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কার স্বার্থে খুনিদের এখনও গ্রেফতার করা হচ্ছে না? সরকারের উপদেষ্টারা কি করছেন? সরকারের কাছে এখন আমাদের একটাই দাবি অনতিবলম্বে সাদপন্থি হামলাকারী খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে’।
আরও পড়ুন: সাদপন্থিদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে ডিসি অফিস ঘেরাও
সংবাদ সম্মেলনে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মানুষদের ওপর হামলাকারী সাদপন্থি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করা, নারায়ণগঞ্জ জেলার সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা, নারায়ণগঞ্জ শহরের কালিবাজার, আড়াইহাজার ও রূপগঞ্জ মারকায নামে সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার আখড়া স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা, বিশ্ব এজতেমায় হামলায় নারায়ণগঞ্জ জেলার মদদদাতাদের গ্রেফতার, কাকরাইল মসজিদে তাদের প্রবেশ ও তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাদের সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধসহ সরকারের প্রতি ছয় দফা দাবি উত্থাপন করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলার উলামা-মাশায়েখ ও সর্বস্তরের তাওহিদী জনতার প্রতিনিধিদের পক্ষে মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আবুল হাসনাত ও অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।
এর আগে বিকেলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা।