ইজতেমায় মুসল্লি হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

২ সপ্তাহ আগে
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের ওপর হামলায় ৪ জন নিহতের ঘটনার প্রতিবাদে মাদারীপুর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেয়া হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হেফাজতে ইসলাম ও ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়। সকালে প্রথমে ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে স্লোগান দিয়ে ইটেরপুল এলাকায় সমবেত হয় ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শকুনি লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়। 


সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লিদের ওপর সাদপন্থিদের অতর্কিত হামলায় ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয় বহু মানুষ এবং এখনও নিখোঁজ অনেকে। এই হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। বিক্ষোভ মিছিলের আগে জেলা প্রশাসক মোছা. ইয়াছিন আক্তারের কাছে স্মারকলিপি দেন মুসল্লিরা।


আরও পড়ুন: সাদপন্থিদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে ডিসি অফিস ঘেরাও


এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মাদারীপুর জেলার সভাপতি মাওলানা আলী আহমাদ চৌধুরী, হেফাজতে ইসলামের মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসাইন, ইমামকে মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন খান, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম খানসহ অনেকেই।

]]>
সম্পূর্ণ পড়ুন