শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে প্রথম একাদশে লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারের খেলা নিশ্চিত মনে করা হচ্ছে। ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো ভেনেজুয়েলার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে নেমে বলে প্রথম স্পর্শেই গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন। অন্যদিকে লিভারপুলের মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টার সেই ম্যাচে এক মিনিটও খেলার সুযোগ পাননি। ইংল্যান্ড থেকে দেরিতে দলের সঙ্গে যোগ দেয়ায় এবং সদ্যই পেশির চোট থেকে সেরে ওঠায় তাকে মাঠে নামানোর ঝুঁকি নেননি কোচ।
ইকুয়েডরের বিপক্ষে ডিফেন্সেও নিশ্চিতভাবে পরিবর্তন আসবে। ভেনেজুয়েলার বিপক্ষে হলুদ কার্ড পাওয়া রোমেরো নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে তার পরিবর্তে সম্ভবত খেলবেন লিওনার্দো বালেরদি। গত জুনে চিলির বিপক্ষে স্মরণীয় পারফরম্যান্সের পর থেকে নিজেকে শক্তিশালী বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন মার্শেইয়ের এই ২৬ বছর বয়সী ডিফেন্ডার।
আরও পড়ুন: অক্টোবরে আর্জেন্টিনার দুই ম্যাচ, প্রতিপক্ষ কারা?
মেসি না থাকায় ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকেও শুরুর একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে (তিনি ভেনেজুয়েলার বিপক্ষে নিকোলাস পাজের সঙ্গে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন)। এখনও নিশ্চিত নয় হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজের সঙ্গে জুটি বাঁধবেন, নাকি স্কালোনি আবারও একক নাম্বার-৯ এর উপর নির্ভর করবেন।
এদিকে নিকোলাস গঞ্জালেস নতুন মৌসুমে ভালো সূচনা করেছেন এবং স্কালোনির আস্থাভাজন হওয়ায় বাছাইপর্বে আর্জেন্টিনার বিদায়ী ম্যাচে তাকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।
আর্জেন্টিনা জাতীয় দল রোববার (স্থানীয় সময়) আবার অনুশীলনে ফিরবে এবং সোমবার (স্থানয় সময়) ইকুয়েডরের উদ্দেশ্যে রওনা দেবে। দেশ ছাড়ার আগে সোমবার কোচ স্ক্যালোনি সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন এবং তখনই তিনি জাতীয় দলের এ বছরের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচের শুরুর একাদশ নিয়ে প্রথম আভাস দিতে পারেন।
]]>