ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত না জানালেও পিনেইদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বার্সেলোনা দে গুয়ায়াকিল এক বিবৃতিতে জানিয়েছে, পিনেইদার মৃত্যুতে ক্লাবের সমর্থকেরা গভীরভাবে শোকাহত।
পিনেইদা ২০১০ সালে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ের হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করে ২০১৫ সাল পর্যন্ত সেখানে কাটান। এরপর ২০১৬ সালে উপকূলীয় শহর গুয়ায়াকিলের ক্লাব বার্সেলোনায় যোগ দেন এবং সেখানে দুটি লিগ শিরোপা জেতেন। ২০২২ সালে তিনি ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়েও স্বল্প সময়ের জন্য খেলেছিলেন।
ইকুয়েডরীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গুয়ায়াকিলের উত্তর প্রান্তের সামানেস এলাকায় ঘটেছে। গুয়ায়াকিল রাজধানী কুইটো থেকে প্রায় ২৬৫ কিলোমিটার (১৬৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
আরও পড়ুন: ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ইংলিশ ফুটবলারের
ইকুয়েডরীয় অবজারভেটরি অব অর্গানাইজড ক্রাইমের তথ্যমতে, চলতি বছরে ইকুয়েডরে রেকর্ডসংখ্যক সহিংসতা ঘটতে পারে এবং হত্যাকাণ্ডের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত বছর দেশটিতে সহিংস মৃত্যুর সংখ্যা ছিল ৭,০৬৩, আর ২০২৩ সালে তা ছিল রেকর্ড পরিমান–৮,২৪৮।
আন্তর্জাতিক মাদক কার্টেলের সঙ্গে যুক্ত ইকুয়েডরের ভেতরে কার্যক্রম বিস্তারকারী অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।
গত নভেম্বরে গুয়ায়াকিলেই ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ের ১৬ বছর বয়সী এক ফুটবলার অজ্ঞাত বুলেটের আঘাতে নিহত হন। এর দুই মাস আগে এক্সাপ্রোমো কোস্তার খেলোয়াড় মাইকোল ভ্যালেন্সিয়া ও লেয়ান্দ্রো ইয়েপেজ এবং ২২ দে জুনিওরের খেলোয়াড় জোনাথন গনসালেসও গুলিবিদ্ধ হয়ে মারা যান।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·